gramerkagoj
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সংস্কারের বিপক্ষে কারও সঙ্গে জোট করবে না এনসিপি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের ‘গ্রোকিপিডিয়া’ চালু তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি বাঘার পদ্মার চরে ‘কাকন বাহিনীর’ গুলিতে দুজন নিহত রাবি শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো অনিয়ম হয়নি রাবির সেই অধ্যাপকের দুঃখ প্রকাশ নির্বাচনে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বাধিক নিয়োজিত থাকবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন
৩ মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হবে মন্ত্রিসভা বৈঠক
প্রকাশ : শনিবার, ২ জুলাই , ২০২২, ০২:৫৬:০৮ পিএম
ঢাকা অফিস:
1656752184.jpg
করোনা মহামারির মধ্যে দেশে ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ মার্চ থেকে আবার সশরীরে এ বৈঠক হয়। তিন মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হতে যাচ্ছে মন্ত্রিসভা বৈঠক।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, রোববার (৩ জুলাই) ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।এতে বলা হয়, আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মন্ত্রিসভা বৈঠক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।চিঠিতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন।নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।

আরও খবর

🔝