gramerkagoj
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা জরুরি তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা চায় বিএনপি বিরল কুমিরের দেখা মিলল পদ্মায় এক লাখ টন চাল আমদানি করবে সরকার আগামীকালের মধ্যে দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসি'র নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবসে সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান নির্বাচনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠাচ্ছে মধ্যপ্রাচ্য : ট্রাম্প আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর হচ্ছে সরকারি কর্মকর্তাদের সততা প্রদর্শনের সুযোগ
আজ পবিত্র শবেমেরাজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১১:২৩:০০ এএম , আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০১:৪১:০৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-08_65c4656b00d35.jpg

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পবিত্র শবেমেরাজ। ‘শবেমেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মিরাজ’ বলা হয়।
মহানবি (সা.) নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মিরাজ গমন করেন। পবিত্র কোরআনের সুরা বনি ইসরাইল ও সুরা নজমের আয়াতে, তাফসিরে এবং সব হাদিস গ্রন্থে মিরাজের ঘটনার বর্ণনা রয়েছে।
৬২০ খ্রিস্টাব্দ হযরত মুহাম্মদের (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিলো। এ সময় তিনি তার কঠিন সময়ের দুইজন প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন। তা ছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন।
এই রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।
বিশেষ গুরুত্ব থাকায় আজ রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজগৃহে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। অনেকে নফল রোজাও পালন করবেন।

আরও খবর

🔝