শিরোনাম |
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা আহমেদ রুবেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৭ নভেম্বর) সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। তবে প্রাথমিকভাবে এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর। বিনোদন জগতে আহমেদ রুবেল নামে পরিচিত হলেও তার আরেক নাম আহমেদ রাজিব । ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম তার।
আজ সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’ একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন অভিনেতা।
মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন।