gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জবির সহকারী প্রক্টর হলেন ঝালকাঠির মুনিরা জাহান সুমি
প্রকাশ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০২:৩৫:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2024-02-06_65c1ec10c744e.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তিনি।
মুনিরা জাহান সুমি ঝালকাঠি সদর উপজেলার কালিবাড়ি এলাকার ঝালকাঠির সিনিয়র আইনজীবি এস এম ফজলুল হক এর মেয়ে এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম.রুহুল আমীন রিজভীর সহধর্মিণী।
নতুন দায়িত্ব পেয়ে মুনিরা জাহান সুমি বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আমি আশা রাখি সবার সহযোগিতায় আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝