gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
ষাট বছর আগের প্রেমিকার চিঠিতে তছনছ ৫২ বছরের সংসার
প্রকাশ : শনিবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৪, ০৬:৩৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-03_65be3dc31fe30.jpg

ষাট বছর আগের প্রেমিকার এক চিঠিতেই তছনছ হয়ে গেলো ৫২ বছরের সংসার। হতে হয়েছে জখম। এরপর ঘটনা গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত।
আরও সুনির্দিষ্ট করে বললে প্রায় ৬০ বছর আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বার্থা ইয়াল্টারের স্বামীর। হঠাৎ একদিন সেই নারী পোস্টকার্ড পাঠান সাবেক প্রেমিকের কাছে। আর তাতেই বেজায় ক্ষেপে যান ৭১ বছর বয়সী বার্থা। হামলে পড়েন স্বামীর ওপর। কামড়ে, খামচি দিয়ে রক্তাক্ত করেন তাকে। একপর্যায়ে বালিশচাপা দিয়ে হত্যারও চেষ্টা করেন।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৃদ্ধা বার্থাকে। যা গোটা ফ্লোরিডা জুড়ে হৈ চৈ পড়ে যায়।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি তাদের কাছে ফোন করে বলেন, স্ত্রী তাকে হত্যার চেষ্টা করছেন। এ খবর পেয়ে পুলিশ যখন উত্তর মিয়ামি বিচের ইস্টার্ন শোরস এলাকায় পৌঁছায়, তখন ওই ব্যক্তিকে তারা ‘অত্যন্ত নাজুক’ অবস্থায় দেখতে পায়। তার শরীরে বেশ কিছু ‘গুরুতর ক্ষত’ ও আঁচড়ের দাগ ছিল। এর মধ্যে গভীরভাবে কামড়ের চিহ্নও দেখা যায়। সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছিল।
জখম ব্যক্তিটি পুলিশ কর্মকর্তাদের বলেন, বিয়ের আগে ১৯৬০’র দশকে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই নারী সম্প্রতি হঠাৎ করেই তার কাছে একটি পোস্টকার্ড পাঠিয়েছিলেন। এরই জের ধরে স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর হামলা করেন। তাকে রক্তাক্ত জখম করার পরও হত্যার চেষ্টা চালানো হয়েছে।
সাবেক প্রেমিকার পাঠানো সেই পোস্টকার্ডে কী লেখা ছিল, তা জানা যায়নি। তবে বার্থার স্বামী জানিয়েছেন, ওই ঘটনা তার স্ত্রীকে প্রচন্ড ক্ষেপিয়ে তুলেছিল। এক পর্যায়ে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন স্ত্রী বার্থা। এ দম্পতি প্রায় ৫২ বছর ধরে সংসার করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

🔝