gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দেড়শ’ কোটি আয় পার হৃতিক-দীপিকার ‘ফাইটার’
প্রকাশ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৩৬:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-02-01_65bbafb1dad5e.jpg

গত ২৫ জানুয়ারি হৃতিক-দীপিকা অভিনীত সিনেমা ‘ফাইটার’ মুক্তি পেয়েছে। এটি শুরুর দিন থেকেই বক্স অফিসে আলোচনার ঝড় তোলে। ভারতের খ্যাতিমান নির্মাতা সিদ্ধার্থ আনন্দের এ সিনেমা মুক্তির ৭ দিনের মধ্যেই প্রায় ১২৭ কোটি টাকা আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি টাকারও বেশি।
জানা গেছে, সিনেমাটি মুক্তির পঞ্চম দিনে আয় করেছে ৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের মতে, আর কয়েকদিনের মধ্যেই ভারতীয় ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে ‘ফাইটার’ সিনেমাটি। দর্শক এবং সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এ সিনেমা নিয়ে। হত রোববার এটি ভারতজুড়ে প্রায় ২৯ কোটি রুপি ব্যবসা করেছিল। কিন্তু সোমবার সিনেমার ব্যবসা বক্স অফিসে কিছুটা ঝিমিয়ে পড়ে।
সোমবার ভারতজুড়ে সিনেমাটি ৮ কোটি রুপি ব্যবসা করেছে। মুক্তির দিন ধরলে গত ৭ দিনে হৃতিক-দীপিকার এ সিনেমা মোট ১২৬.৫০ কোটি রুপি আয় করেছে। সিনেমার ট্রেলার দেখে যতটা উত্তাপ ছড়িয়েছিল দর্শকদের মাঝে, মুক্তির পর ততটা আগ্রহ আর দেখা যাচ্ছে না।
হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর ‘ফাইটার’ সিনেমার অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
ফাইটার সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ড মোট ৪টি দৃশ্য কাটের নির্দেশ দিয়েছিল। সিনেমায় ‘ধূমপান বিরোধী সতর্কবার্তা’ হিন্দিতে উল্লেখ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছিল।
আরব আমিরাত ছাড়া অন্য কোনো আরব উপসাগরীয় অঞ্চলে এ সিনেমা দেখানো হবে না বলেই জানা গেছে। তবে ভারতেও সব প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়নি ‘ফাইটার’। এদিকে বাংলাদেশেও সিনেমাটি দেখানোর কথা থাকলেও পরে এটি মুক্তি পায়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝