gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আইসিইউতে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জানুয়ারি , ২০২৪, ০২:০৬:০০ পিএম , আপডেট : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:৫৬:২৭ এএম
বিনোদন ডেস্ক:
GK_2024-01-23_65af73bd0ecc8.jpg

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দর্শকনন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকরা তার স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সোমবার দিবাগত রাতে ফেসবুক পেজে এক পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’
২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। মেয়ে ইলহামকে নিয়ে তাদের সংসার।
সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পেয়েছে। যেখানে ফারুকী ও তিশা দম্পতি অভিনয় করেছেন। আড়াই দশকের বেশি সময় ধরে সিনেমা নির্মাণের সঙ্গে ফারুকীর সম্পৃক্ততা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝