gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
ময়মনসিংহে অস্ত্র ঠেকিয়ে নৌকার সমর্থকদের ওপর হামলা, আহত ৩
প্রকাশ : বুধবার, ২৭ ডিসেম্বর , ২০২৩, ০৩:৫৭:০০ পিএম
ময়মনসিংহ সংবাদদাতা:
GK_2023-12-27_658bf03dd897f.jpg

ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকরা ময়মনসিংহ-৪ (সদর) আসনে অস্ত্র ঠেকিয়ে নৌকার সমর্থকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে নৌকার সমর্থকদের মধ‍্যে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ‍্য বাজার প্রচারণা ক‍্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগ কর্মী মো. শহীদুল্লাহ ও ছাত্রলীগ কর্মী সানি (২২)।
আহতরা জানান, আমরা নির্বাচনী ক‍্যাম্পে বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর শুরু করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতিকের পোস্টার ছিড়ে ফেলার মিথ‍্যা অভিযোগ করে।
দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, নির্বাচনী প্রচারণায় ব‍্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকরা আমাদের ক‍্যাম্পে এসে সশস্ত্র হামলা চালিছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্ট মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০/২৫ জন দুষ্কৃতকারীর এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতাকর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই। এছাড়াও অপর একটি পোস্টে নগরের ২৬ নম্বর ওয়ার্ডে নৌকার কেন্দ্র ভাঙচুরের অভিযোগ করেছেন শান্ত।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলেও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাঈন উদ্দিনের বক্তব্য জানা যায়নি।

আরও খবর

🔝