gramerkagoj
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ বিশ্বকাপ বাছাই পর্ব

লেবাননের পয়েন্ট কেড়ে নিয়েছে বাংলাদেশ
প্রকাশ : মঙ্গলবার, ২১ নভেম্বর , ২০২৩, ০৮:০৮:০০ পিএম , আপডেট : সোমবার, ১৪ জুলাই , ২০২৫, ০২:২৩:১৫ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-21_655cbaf80b32d.PNG

এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মোরসালিনের অসাধারণ গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরে শেষ করেছে লাল সবুজের দেশটি।
মঙ্গলবার ঘরের মাঠে সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হয় দেশ দু’টি। লেবানন একাধিক আক্রমণ করলেও লক্ষ্যভেদ করতে পারেনি তারা। বাংলাদেশও কয়েকবার কাউন্টার অ্যাটাকে আক্রমণের চেষ্টা করলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে মিতুল মারমার পরিবর্তে খেলতে নেমে গোলকিপার মেহেদি শ্রাবণ ভুল করে বসেন। বল হাত ফস্কে গেলে গোল হজম করে বাংলাদেশ। ৬৮ মিনিটে জটলার মধ্যে থেকে গোলটি করেন লেবানন স্ট্রাইকার মাজেদ ওসমান।
পিছিয়ে পড়েও অবশ্য হতাশ হয়নি বাংলাদেশ। সমতায় ফিরতে খুব বেশি সময় ব্যয় করতে হয়নি। গোল হজমের মিনিট পাঁচেকের মাথায় ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে অবিশ্বাস্য গোল করে বসেন সি আর সেভেন জার্সি পরিহিত শেখ মোরসালিন। তার বুলেট গতির শট আটকানোর ক্ষমতা ছিল না লেবানন গোলরক্ষকের। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের এমন গোল সচারচর দেখা যায় না। দূরত্ব, গতি, ছন্দ, অ্যাকুরেসি সকল ক্যাটাগরিতেই মোরসালিনের গোলটি অনন্য সাধারণ। জাতীয় দলের জার্সিতে নয় ম্যাচে চারটি গোল করেছেন এই প্রতিভাবান স্ট্রাইকার।
শেষ দিকে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ৭৮ মিনিটে সোহেল রানার পাস থেকে মোরসালিনের শট এবং ৮৫ মিনিটে তপু বর্মনের হেড রুখে দেন আফগানিস্তানের গোলরক্ষক। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।
এই ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেবানন। আর এক পয়েন্ট পেয়ে চার নম্বরে বাংলাদেশ।

আরও খবর

🔝