শিরোনাম |
বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটে ছিল নানা নাটকীয়তা। সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি নাফিস ইকবালের। এ নিয়ে পরে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য নিয়েও তৈরি হয় আলোচনা-সমালোচনা।
বিশ্বকাপ ভরাডুবির পর ম্যানেজার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল, তিনি নিজেই বিষয়িিট নিশ্চিত করেছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত এই অবধিই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘরের মাঠের সিরিজটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও।
কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না সেটা নিশ্চিত করা হয়নি তাকে।