gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরত ভোরে
প্রকাশ : মঙ্গলবার, ২১ নভেম্বর , ২০২৩, ০৬:১৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-21_655ca051941ca.jpg

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সেলেসাওদের ঘরের মাঠ মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই এ ম্যাচের জন্য ৬৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
গত ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলই হার নিয়ে মাঠ ছেড়েছে। সেলেসাওরা ২-১ এবং আকাশি-সাদারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। কাতার বিশ্বকাপের পর এটিই আলবেসেলিস্তেদের প্রথম হার।
এদিকে, কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১ গোলের মালিক লিওনেল মেসি। কিন্তু এই সময় ব্রাজিলের বিপক্ষে কোনো গোল আসেনি ‘এলএম টেন’ এর পা থেকে। এবার সেলেসাওদের বিপক্ষে গোল করে সেই আক্ষেপ মেটাতে চান তিনি।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে পাঁচটি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসির দল। সমান ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৫ নম্বরে ব্রাজিল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝