শিরোনাম |
যশোরের ঝুমঝুমপুর মুক্তিযোদ্ধা কলোনীতে বসবাসকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার মেয়ে স্মৃতিকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একই এলাকার চান্দু গংয়ের বিরুদ্ধে ২০ নভেম্বর এই অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার পরিবারের উপর পূর্ব শত্রুতার জের ধরে নানামুখি নির্যাতন করে আসছিল এলাকার আনোয়ার হোসেনের ছেলে চান্দু, আব্দুস সাত্তারের ছেলে বনি, ইসলামের ছেলে চয়ন। এরই এক পর্যায়ে ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় আব্দুর রহিমের একটি নির্মাণ কাজে বাধা দেয় চান্দু গং। এসময় বাক-বিতন্ডা ও কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমের নাতিকে তার মেয়ে স্মৃতির কাছ থেকে টানাহেঁচড়া করে ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। এ সময় চিৎকার দিলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রহিম ও তার মেয়ে স্মৃতিকে মারপিট করে। এসময় একটি ব্যাংক চেক, কানের দুল ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। অভিযোগ তদন্ত করছেন থানার এসআই হুমায়ুন কবীর।
আব্দুর রহিমের মেয়ে স্মৃতি জানান, থানায় অভিযোগটি তিনিই করেছেন। তার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল চান্দু গং। ওই চাঁদা না দেয়ায় এই হামলা করা হয়েছে।