gramerkagoj
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪ ৫ আষাঢ় ১৪৩১
gramerkagoj
যশোর ডিবির ৪ অভিযান ২শ’ বোতল ফেনসিডিল, ইয়াবা ১ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৯:৪৪:০০ পিএম , আপডেট : বুধবার, ১৯ জুন , ২০২৪, ১২:৫৯:২৮ পিএম
কাগজ সংবাদ:
GK_2023-11-20_655b7f4999efd.jpg

যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবির পৃথক ৪টি অভিযানে ২শ’ বোতল ফেনসিডিল, ৮০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। একইসাথে আটক হয়েছে ২ কারবারী। ১৮ নভেম্বর রাতে নন্দ্রেপুর, চুড়ামনকাটি, শার্শার গোগা ও চৌগাছার বেনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার হয়।
আটককৃতরা হচ্ছে চুড়ামনকাটি মাঠপাড়ার ইসলাম গোলদার (৫২) ও নরেন্দ্রপুর পূর্বপাড়ার মিরাজ হোসেন (৪০)।
১৮ নভেম্বর রাতে ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম ও এএসআই নির্মল ঘোষ অভিযান চালিয়ে ইসলাম গোলদারকে এক কেজি গাঁজাসহ আটক করেন। একই দিন এসআই রইচ আহমেদ, এএসআই শফিউল ইসলাম মিরাজ হোসেনকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
অপর অভিযানে এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম গোগার বিলপাড়া থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
অপরদিকে এসআই বিপ্লব সরকার, এসআই শাহিনুর রহমান ও এএসআই আমিরুল ইসলাম চৌগাছার বর্নি বেনাগাড়ী বটতলার সামনে থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আরও খবর

🔝