gramerkagoj
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩ ১৫ অগ্রহায়ণ ১৪৩০
gramerkagoj
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় যশোরের যুবক নিহত
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৮:৩০:০০ পিএম , আপডেট : সোমবার, ২৭ নভেম্বর , ২০২৩, ০৭:২৫:৫৫ এম
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
gramerkagoj

ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামে অপর দুইজন আহত হয়েছেন।
নিহত মেহেদী যশোরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, সকালে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলযোগে শৈলকুপায় যাচ্ছিলেন মেহেদী হাসান, মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস। পথিমধ্যে গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।

আরও খবর

🔝