gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
বাফুফে পেয়েছে দু’টি মাঠ
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৭:০৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-20_655b5a652e10e.PNG

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসানোর কাজে সহযোগিতা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা (ফিফা)। এই দুই মাঠে আবারো টার্ফ বসাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিন্তু এই দুটি মাঠ বাফুফের নয়। তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাজ থেকে লিজ নিয়ে ব্যবহার করে। যার মেয়াদও শেষ হতে চলেছে। ফলে টার্ফ বসাতে হলে এই মাঠ দু’টি বাফুফের অধীনে থাকতে হবে। যার কারণে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আগামী ২৫ বছরের জন্য এই মাঠ দু’টি আবারও লিজ পেয়েছে বাফুফে।
ক্রীড়া পরিষদের অফিসে দুই পক্ষের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী এই মাঠ দু’টি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। লিজ পেয়ে এখন ফিফাকে পুরো বিষয় সম্পর্কে অবহিত করবে বাফুফে।
বাফুফের কর্তকর্তারা আশা করছেন, ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে।

আরও খবর

🔝