gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাফুফে পেয়েছে দু’টি মাঠ
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৭:০৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-20_655b5a652e10e.PNG

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসানোর কাজে সহযোগিতা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা (ফিফা)। এই দুই মাঠে আবারো টার্ফ বসাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিন্তু এই দুটি মাঠ বাফুফের নয়। তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাজ থেকে লিজ নিয়ে ব্যবহার করে। যার মেয়াদও শেষ হতে চলেছে। ফলে টার্ফ বসাতে হলে এই মাঠ দু’টি বাফুফের অধীনে থাকতে হবে। যার কারণে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আগামী ২৫ বছরের জন্য এই মাঠ দু’টি আবারও লিজ পেয়েছে বাফুফে।
ক্রীড়া পরিষদের অফিসে দুই পক্ষের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী এই মাঠ দু’টি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। লিজ পেয়ে এখন ফিফাকে পুরো বিষয় সম্পর্কে অবহিত করবে বাফুফে।
বাফুফের কর্তকর্তারা আশা করছেন, ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝