gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিশ্বকাপ ক্রিকেট

অস্ট্রেলিয়া পেয়েছে ৪৪ কোটি টাকা
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৫:৫৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-20_655b48f2b6fd6.jpg

গত রোববার শেষ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এ আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা বিশ্বকাপ জিতে ট্রফি, মেডেল পাওয়ার পাশাপাশি আইসিসির কাছ থেকে পেয়েছে মোটা অঙ্কের অর্থ।
বিশ্বকাপের আগেই আইসিসি ঘোষণা দিয়েছিল, এবারের প্রাইজমানি হবে এক কোটি মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল হিসেবে আইসিসির কাছ থেকে অজিরা পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার বেশি)।
বিশ্বকাপের লিগ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে। সেই হিসেবে লিগ পর্বের নয় ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জেতায় অস্ট্রেলিয়া আরও দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে। ফলে সবমিলিয়ে এ বিশ্বকাপ থেকে তাদের মোট আয় ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
অন্যদিকে, পুরো টুর্নামেন্টে জয়রথ ছুটিতে চলা ভারত ফাইনালে গিয়ে হেরে যাওয়ায় আর্থিক পুরস্কারের দিক থেকে অনেকটাই পিছিয়ে। আইসিসি থেকে রানার্সআপ ভারতের একাউন্টে যাবে দুই মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকার বেশি)। এর আগে লিগ পর্বে সবগুলো ম্যাচ জেতায় ভারত আগেই ঝুলিতে পুরেছে তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবমিলিয়ে আইসিসির কাছ থেকে মোট ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার আয় করেছে ভারত।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝