gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হরতালের প্রভাব নেই চট্টগ্রামের জনজীবনে
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৫:৩৭:০০ পিএম
দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2023-11-20_655b345007b16.jpg

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াত ও সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের আজ (সোমবার) দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব লক্ষ করা যাচ্ছে না চট্টগ্রামের জনজীবনে। অনেকটা নিরুত্তাপ ও ঢিলেঢালাভাবে চলছে হরতাল।
যাত্রীবাহী বাসসহ অন্যান্য গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। বিভিন্ন পয়েন্টে সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে হরতালের তেমন প্রভাব নেই সড়ক, মহাসড়কে। চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দূরপাল্লার বাসসহ আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করতেও দেখা গেছে।
পোশাক শ্রমিক, অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বাভাবিক দিনের মতোই বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বিপণি বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও খোলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশন থেকে নিয়মিত ট্রেন চলাচল করতে দেখা গেছে।
নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব, বিজিবি সদস্যরা।
এছাড়া চট্টগ্রাম জেলা ও নগরীতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের তেমন তৎপরতা চোখে পড়েনি। তবে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝