শিরোনাম |
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে আরও এক নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার (১৯ নভেম্বর)ও একজন নারী দালালসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নারীর নাম লায়লা নাসরিন আহমেদ (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া থানার ডাঙ্গাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে। তিনি বর্তমানে নগরীর বাকলিয়া থানা এলাকার বঘারবিল এলাকার ওজুদ বিল্ডিং বসবাস করেন বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে ১ জন নারী দালালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে।