gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ০৩:০৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-11-20_655b203d61837.jpg

আজ সোমবার বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দি‌ন চলছে। বিএনপি'র এই হরতালকে পাত্তা না দিয়ে বি‌ভিন্ন রুটের দূরপাল্লার বাস রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে ছাড়ছে।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর প্রবেশ ও বা‌হির মুখ সায়েদাবাদ বাস কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে। রুটভি‌ত্তিক যাত্রীর ভালো চাপ আছে বলে জানান প‌রিবহন শ্রমিকেরা।
সরেজ‌মিনে দেখা গেছে, সায়েদাবাদ টার্মিনালে সকল দূরপাল্লার বাস কাউন্টার খোলা রয়ে‌ছে। অ‌ধিকাংশ কাউন্টারের সামনে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার উদ্দেশে দাঁড় ক‌রিয়ে রাখা হয়েছে। কিছু কিছু কাউন্টারের ভেতরে যাত্রীদের বসে থাকতেও দেখা গেছে।
একজন প‌রিবহন শ্রমিক বলেন, সকাল থেকেই বি‌ভিন্ন রুটের দূরপাল্লার গা‌ড়ি ছেড়ে ‌গেছে। যাত্রীর চাপও মোটামু‌টি ভালই আছে।
খুলনা রুটের আরেক প‌রিবহন শ্রমিক বলেন, এখন পর্যন্ত আমাদের ৮টি বাস ছেড়ে চলে গে‌ছে। সব গা‌ড়িতেই যাত্রী মোটামু‌টি ভালো ছিলো। একটু পরে আরেকটা গা‌ড়ি ছাড়বে সেই গা‌ড়িটাও প্রায় ভর্তি হয়ে গেছে।
প‌রিবহন শ্রমিক নাজমুল হোসেন বলেন, নিয়‌মিত আমাদের গা‌ড়ি চলাচল করছে। কোথাও কোন সমস্যা নেই। আজ সকাল থেকে ১২টা গা‌ড়ি ছেড়ে গে‌ছে।

আরও খবর

🔝