শিরোনাম |
❒ হরতালের দ্বিতীয় দিন
বিএনপি'র ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে দলটি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে মিছিল করেছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা সাড়ে ছয়টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত মিছিল করে। পরে সাড়ে সাতটায় রিজভীর নেতৃত্বে দয়াগঞ্জ মোড়ে আরও একটি মিছিল হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে বিশ্ববিদ্যালয়ের ভেতরে মিছিল করেছে ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
সোমবার রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পিকেটিংয়ের সময় বিজয়নগর পানির পাম্প থেকে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।