gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ১১:৫৪:০০ এএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2023-11-20_655aeffa82c7b.jpeg

ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধের মধ্যে লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলছে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে তারা এই জাহাজ আটক করেছে। খবর আল-জাজিরার
রোববার হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আল জাজিরাকে জানান, তাদের যোদ্ধারা ব্রিটিশ মালিকানাধীন এবং জাপানি চালিত পণ্যবাহী জাহাজটি আটক করেছে।
তিনি আরও জানান, গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজটিতে কমপক্ষে ২২ জন লোক ছিল। জাহাজটি আংশিকভাবে একজন ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন বলে জানা গেছে। এটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল।
একজন হুথি কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে তারা জাহাজটি আটক করেছে। এর আগে রোববার হুথি বিদ্রোহীরা ইসরায়েলি-পতাকাবাহী জাহাজ আক্রমণের ঘোষণা দেয়।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ আল-আত্তাব জানান, তারা আন্তর্জাতিক নাবিকদের এ ধরনের কোম্পানির জন্য কাজ না করার জন্য আগে থেকেই সতর্ক করেছিল।
ইয়েমেনের হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার পরে এক বিবৃতিতে বলেছেন, আমরা ক্রুদের সঙ্গে ইসলামিক নিয়ম ও নীতি অনুসারে আচরণ করছি।
তিনি নতুন করে দেওয়া সতর্কবার্তায় বলেন, ইসরায়েলের মালিকানাধীন যে কোনো জাহাজ বা যারা এটিকে সমর্থন করে তারাই হুথি বাহিনীর টার্গেট হবে।
সারি আরও বলেন, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখব। সূত্র: আল জাজিরা

আরও খবর

🔝