gramerkagoj
বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
gramerkagoj
বিএনপির ডাকা হরতালের শেষ দিনে যশোরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক
প্রকাশ : সোমবার, ২০ নভেম্বর , ২০২৩, ১০:৪৬:০০ এএম , আপডেট : বুধবার, ১৯ মার্চ , ২০২৫, ১০:৪২:৪৮ এএম
কাগজ সংবাদ:
GK_2023-11-20_655aea84d22b0.jpg

বিএনপি-জামায়াতসহ অন্যান্য সমমনা দলের ডাকা টানা দু’দিনের হরতালের শেষ দিন সোমবার যশোরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। এদিন সকালে যশোর থেকে বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস চলাচল করেছে। শহরের দোকানপাট ছিল খোলা। কোথাও দেখা পাওয়া যায়নি হরতাল সমর্থকদের।
এদিন সকাল ৯টার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড পালবাড়ীমোড় ও খুলনা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। তারা প্রয়োজনীয় কাজে যাত্রীবাহী বাসে উঠে গন্তব্যে যাচ্ছে। পরিবহণ শ্রমিকরা জানিয়েছে, যশোরের বিভিন্ন আঞ্চলিক রুটসহ দূরপাল্লার রুটে সকাল থেকেই বাস ছেড়ে গেছে। তবে যাত্রী কিছুটা কম ছিল।
এছাড়া শহরের দোকানপাট খোলা ছিল। শহরের কোথাও হরতালের প্রভাব দেখা যায়নি। তবে চুড়িপট্টি ও কাপুড়িয়াপট্টি সড়কে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ ছিল। অবশ্য এদিন শহরে হরতালের পক্ষে পিকেটিং বা বিএনপি নেতাকর্মীদের কোন কর্মকান্ড দেখা যায়নি।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে রোববার এবং সোমবার বিএনপি-জামায়াত টানা দু'দিন দেশব্যাপী হরতালের ডাক দেয়।

আরও খবর

🔝