শিরোনাম |
❒ আ’লীগের মনোনয়ন ফরমে দু’দিনে আয় ১১ কোটি ৪৩ লাখ টাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করে দুই দিনে ক্ষমতাসীন দলের আয় হলো ১১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ২১২টি ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এসব ফরমের মধ্যে ১ হাজার ১৮০টি কেনা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সশরীরে। অনলাইনে ফরম নিয়েছেন ৩২ জন।
এদিকে, দলীয় মনোনয়ন ফরম কেনার দ্বিতীয় দিনে আসন্ন নির্বাচনে নৌকার টিকেট পেতে ফরম কিনেছেন যশোরের বিভিন্ন স্তরের আরও ১৭ নেতা। তাদের মধ্যে কয়েকজন বর্তমান এমপি ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ রয়েছেন।
দ্বিতীয় দিনে বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, যশোর-১ শার্শা আসনে শেখ আফিল উদ্দিন এমপি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মোঃ মজিবুদ্দৌলা সরদার কনক।
যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আহসানুল হক আহসান। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যশোর-৩ সদর আসন থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
যশোর-৪ বাঘারপাড়া অভয়নগর আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। তার পক্ষে ফরম সংগ্রহ করেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেহমান জামান বাবু প্রমুখ।
এ আসনে আরও ফরম সংগ্রহ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী ও উপজেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার।
যশোর-৫ মণিরামপুর আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। আরও সংগ্রহ করেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
যশোর-৬ কেশবপুর আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম।
মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে দিনভর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। দলের পক্ষ থেকে ফরম নিতে আসার সময় ভিড় না করার অনুরোধ করা হলেও নেতারা অসংখ্য নেতাকর্মী নিয়ে আসেন। ভিড়ের কারণে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন বার চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে যান।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর শনিবার প্রথম দিন ফরম বিক্রি হয় এক হাজার ৭৪টি। দলের আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। এদিন যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আলী রায়হান, জেলা আওয়ামী লীগ নেতা আশীষ ইসলাম দেবু, যশোর-৪, বাঘারপাড়া-অভয়নগর আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা এসএম আলমগীর হাসান রাজীব।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে আরও দুদিন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নের আবেদন জমা নেওয়া হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। তার আগেই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
গত তিনটি নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে লড়াই করবে বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে দলটি তিনশ আসনেই ফরম বিক্রি করছে দল।