gramerkagoj
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩ ১৯ অগ্রহায়ণ ১৪৩০
gramerkagoj
কিভাবে আইফোনে কল রেকর্ড করবেন, জানেন?
প্রকাশ : রবিবার, ১৯ নভেম্বর , ২০২৩, ০৪:২০:০০ পিএম
কাগজ ডেস্ক:
gramerkagoj

অ্যাপলের আইফোনে কল রেকডিং ফিচার না থাকায় ব্যবহারকারীরা বেশ সমস্যাতেই পড়েছেন। আসলে বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাদেশিক নীতিমালায় ভিন্নতার কারণে অ্যাপলের আইফোনে ফোনকলের ক্ষেত্রে বিল্ট-ইন রেকর্ডিংয়ের সুযোগ রাখা হয়নি। এই প্রাইভেসি সেটিংসয়ের কারণে অ্যাপল বিশ্বব্যাপী ভোক্তাদের পছন্দের অন্যতম একটি। তবে সহজ একটি কৌশলে অপরপ্রান্তের মানুষকে না জানিয়েও আপনি আইফোনে কল রেকর্ড করতে পারবেন। ছোট একটি ডিভাইস যা দিয়ে আপনি কল রেকডিং করতে পারবেন।
ডিভাইসটির নাম ম্যাগমো। এই ম্যাগমো ডিভাইসটি এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো আপনার ফোনের পেছনে লেগে থাকবে। এর কারণে আপনার ফোনে কোনো খারাপ প্রভাব পড়বে না। এতে একটি বোতাম রয়েছে, আপনি এটি চাপলে কল রেকর্ডিং শুরু হবে। এটার বড় সুবিধা হল, আপনি কারো কল রেকর্ড করলেও সে জানতে পারবে না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই ফিচারটি অপরজন ব্যবহার করলেই তার কাছে “কল রেকর্ডেড” বলা হয়। এই ডিভাইসটিতে তেমন কোনো সমস্যাই হবে না। এর আরও একটি সুবিধা হলো, আপনি দীর্ঘ সময়ের জন্য কল রেকর্ড করতে পারবেন।
ভাবছেন হয়তো যে কল রেকর্ড করা হবে তা কোথায় দেখা যাবে? আপনি যদি এটিকে আপনার ল্যাপটপের সঙ্গে চার্জারের মতো কানেক্ট করেন, তবে এটি আপনার ল্যাপটপের সব ফাইল পেনড্রাইভের মতো খুলে দেয়। এখান থেকে আপনি সব রেকর্ডিং শুনতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। বিভিন্ন ই-কমার্স সাইড থেকে ডিভাইসটি কিনতে পারবেন।

আরও খবর

🔝