শিরোনাম |
❒ আয় হয়েছে সোয়া ৫ কোটি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১ হাজার ৭৪টি বিক্রি হয়েছে। এরমধ্যে খুলনা বিভাগের ১২৫ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।
শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা নেতৃবৃন্দ ফরম তোলেন। নেতাকর্মীদের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। এতে মনোনয়ন প্রত্যাশিদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। দফায় দফায় মাইকিং করে নির্দেশনা দিয়েও সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ৮টি বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার দিনশেষে ঢাকা বিভাগে বিভিন্ন আসনের ২১৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২৫টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, ময়মনসিংহ বিভাগে ১০৫টি, সিলেট বিভাগে ৫৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন। এসব নেতৃবৃন্দ নিজে বা তার পক্ষে সরাসরি সংগ্রহ করেছেন ১০৬০টি ফরম ও অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।