শিরোনাম |
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বিশ্ব বদলাচ্ছে। দেশের অর্থনীতি বড় হয়েছে। কোম্পানি আইন সংশোধন নিয়ে কাজ চলছে।
শনিবার (১৮ নভেম্বর) ঢাকা চেম্বার আয়োজিত “কোম্পানী আইন-১৯৯৪ এর সংষ্কার” শীর্ষক সেমিনার এসব কথা বলেন তিনি। ডিসিসিআই অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে তপন কান্তি ঘোষ বলেন, কোম্পানি আইন সংশোধন নিয়ে কাজ চলছে। নির্ধারির কমিটি চেষ্টা করে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে তা শেষ করার কথা রয়েছে। নতুন আইন পাশ করতে ইউএস এর সহায়তা নেওয়া হবে। সবকিছু অনলাইন ভিত্তিক হবে। সেখানে পাসওয়ার্ড থাকবে। তা দিয়ে অফিসে না গিয়ে সেবা দেওয়া হবে। পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। এটা ফাঁস হলে ব্যবসা ধরা খাবে। ব্যবসার জন্য নির্দিষ্ট মানসিকতা থাকতে হবে। এসব রাতারাতি পরিবর্তন হবে না। এজন্য ক্ষমতা বেশি কম না করে ভারসাম্যতে থাকা ভাল।
তিনি বলেন, সিন্ডিকেট বন্ধ করা সহজ নয়, এটা অনেক বড় বিষয়। এসব নিয়ে বাজার চলে। তবে সিন্ডিকেট যেন মাথাচাড়া না দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং বাস্তব সম্মত কারণে অনেক কিছু করা যায় না।
ঢাকা চেম্বার সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিলিভারের এমডি জাভেদ আক্তার, আইসিএবির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের কান্ট্রি ম্যানেজার মার্টিন হলটম্যান, আইসিএমএবির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, আরজেএসসির রেজিস্টার মো. আব্দুস সামাদ আল আজাদ প্রমুখ।