gramerkagoj
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪ ৫ আষাঢ় ১৪৩১
gramerkagoj
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত
প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর , ২০২৩, ০১:৪১:০০ পিএম , আপডেট : বুধবার, ১৯ জুন , ২০২৪, ০৩:০২:৩৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-11-18_6558644bb3435.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এছাড়া, এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।

আরও খবর

🔝