শিরোনাম |
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে দলীয় মনোনয়ন সংগ্রহ। নির্বাচনের হাওয়া পৌঁছে গেছে তারকা পাড়ায়ও। দেশের অনেক তারকাই নাম লেখাচ্ছেন নির্বাচনে। দেশ বিদেশে তারকাদের রাজনীতিতে নাম লেকানো নতুন কিছু নয়। এবারের নির্বাচনে
আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে অনেক তারকারই নাম শোনা যাচ্ছে। চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সিদ্দিকুর রহমানের পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামও রয়েছে তালিকায়।
প্রার্থী হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস তার অবস্থান পরিস্কার করেছেন। তিনি বলেছেন এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে তার ।
তিনি মনে-প্রাণে চান আসন্ন নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অপু বিশ্বাস। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন তিনি।