gramerkagoj
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩ ১৯ অগ্রহায়ণ ১৪৩০
gramerkagoj
পড়বি পড় মালির ঘাড়ে!
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর , ২০২৩, ০৯:৫৭:০০ পিএম
আক্কেল চাচা:
gramerkagoj

চারিদিকি একন ভুয়োর ছড়াছড়ি। সেই ভুয়োগিরি যে সব জাগায় চলে না, সিডা জাগা মতো পইড়ে গেলি বুঝা যায়। দুদিন আগে যিরাম ঘইটেচে মৌলবীবাজারে।
ডিবি পুলিশির ভুয়ো পরিচয় দিয়ে এক বাড়িতি ঢুইকে লোকজনের হাত পা বাইন্দে সুনাদানা টাকা কড়ি মুবালফোন লুট কইরে নিয়ে গিলো একদল ডাকাত। ডিবি পুলিশির কতা শুইনে সরল মনে বাড়ির লোকজন তাইগের ঢুকতি দিলো। ঘরে ঢুইকেই অস্তরের মুকি লোকজনের হাত পা বাইন্দে সব লুট কইরে নিয়ে মচ্চিমুলামে হারায় গিলো। ডাকাত চইলে যাওয়ার পর লোকজন গ্যাঙাগেঙি কল্লি আশপাশতে লোকজন ছুইটে আইসে তাইগের উদ্দার করিলো। ইরাম ঘটনা কমবেশ দেশের নানান জাগায় হচ্চে। তেবে এই ডাকাত দলের কপালপুড়া। ডাকাতির সুমায় টের পায়নি এই বাড়িডা এক র‌্যাব সদস্যের।
ব্যস এই খবর জানাজানি হওয়ার পর র‌্যাব মাটে ওলে ডাকাতগের ধত্তি। সাড়াশি অভিযানে র‌্যাবের জালে ঘের খায় ডাকাত সদ্দার। রোববার র‌্যাব-৯ এর মিডিয়া অপিসার আব্দুল্লাহ আল নোমান চাচা এ তত্য নিচ্চিত কইরেচেন। ঘের খাওয়া ডাকাত সদ্দারের নাম কালন মিয়া। তার বাড়ি মৌলবীবাজারের কমলগঞ্জের শ্রীপুর গিরামে। র‌্যাব-৯ সূত্তর জানায়েচে, ৬ নভেম্বর সোমবার রাত্তিরি কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গিরামের সিনা সদস্য ও বত্তমানে র‌্যাবে কম্মরত সুনীল সিংহ কাকার বাড়িতি মুখোশ পইরে চারডে বিটা ছাবাল ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকিল। ঐ সুমায় তার মুরুব্বী বাপ চর্ন্দর সিংহ, মা কৃষ্ণকুমারী সিনহা, চাচী রাজকুমারী সিনহারে অস্তোরের মুক্কি জিম্মি কইরে হাত, পা বাইন্দে ঘরের মাল জিনুস সব লুট কইরে নিয়ে গিল। র‌্যাবের বাড়ি ডাকাত পইড়েচে এই খবর চাউর হলি মাটে ওলে র‌্যাব। তত্য পোযুক্তির মাইদ্যমে টকাশ কইরে সিনাক্ত কইরে ফেলেন ডাকাতের অবস্তান। চোকির পলকে অভিযান আর তাতে কট খাইয়েচে ডাকাত সদ্দার। বাকি গুলোও খ্যাচায় ঢুকার অপেক্কা মাত্তর।
সরকারের আইন শৃংখলা বাহিনীর নাম ভাঙায়ে ইরাম বহুত হক নাহক কাজের খবর পিরায় শুনি। কিন্তুক এক বাহিনীর লোক সাইজে আরাক বাহিনীর লোকের বাড়ি ডাকাতির খবর শুইনে আকাটা মাইরে গিলাম। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝