gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত অলিভিয়া স্মিথকে এক মিলিয়ন পাউন্ডে দলে নিচ্ছে নারী দল রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড লর্ডসে ইতিহাস গড়লেন জো রুট : এক দিনে একাধিক রেকর্ড হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে : নেতানিয়াহু চুক্তি নবায়নের পর মাঠে ফিরেই জ্বলে উঠলেন নেইমার জালিয়াতি করে ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া সেই শিক্ষা কর্মকর্তা বরখাস্ত
বেসরকারিভাবে হজের খরচ কমল ৮৩ হাজার টাকা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর , ২০২৩, ০৪:৪৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2023-11-14_6553494b82ad6.jpg

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর সর্বোচ্চ ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বেসরকারিভাবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দুইটি হজ প্যাকেজ ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, আগামী বছর ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য গত ২ নভেম্বর দুইটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ পড়বে নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আরও খবর

🔝