শিরোনাম |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ (১৪ নভেম্বর)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র অনুষ্ঠানকে উপভোগ্য এবং জমকালো করে তুলতে সব প্রস্তুতি সম্পন্ন। নানা পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠান উপস্থাপনায় আছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। মঞ্চে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় সব তারকারা। পারফরমারদের তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। এছাড়াও থাকছে দ্বৈত নাচ। এখানে জুটিতে নাচবেন সোহানা সাবা-গাজী নূর, সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি ও জায়েদ খান-আঁচল । থাকছে বালাম ও কোনালের গান। সন্ধ্যা ৬ টায় সমগ্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবেবিাংলাদেশ টেলিভিশনে।