gramerkagoj
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩ ১৯ অগ্রহায়ণ ১৪৩০
gramerkagoj
ধম্মের রাজনীতি না রাজনীতির ধম্ম!
প্রকাশ : শনিবার, ১১ নভেম্বর , ২০২৩, ১০:৩৪:০০ পিএম
আক্কেল চাচা:
gramerkagoj

কুটিকালে এক মুরুব্বীর মুকি শুনিলাম যদি কেউ নিজির কারো ক্ষেতি হলি কষ্ট পায় তালি সে জ্যান্ত আর যদি অপরের ক্ষেতি হলি কষ্ট পায় তালি সে মানুস। হালি কইরে বহুত জিনুসির মানবিচ নেই। সিরাম কিডা জ্যান্ত কিডা মানুস সিডা বুঝাও দুস্কর।
কতাডা হালি কইরে মনে পইড়ে গেলো, সেদিন বিদেশি এক সুম্বাদিকির এট্টা খবর পইড়ে। তিনি গিলেন ফিলিস্তিনি হত্যা আর ধ্বংস দেইকে তাই নিয়ে সুংবাদ করার জন্যি। সেকেনে যাইয়ে তিনি এক গুড়ুলের কাচে জিজ্ঞেস করিলেন তুমি বড় হইয়ে কি হতি চাও? ছোট্ট সেই বাচ্চাডা যে উত্তর দেচে তা শুইনে জানের মদ্দি কাইন্দে দেলে। সুম্বাদিকির কোচ্চেন, তুমি বড় হইয়ে কি হতি চাও? উত্তরে সেই বাচ্চাডা কলে, ফিলিস্তিনির ছেলেপিলে বড় হয় না! হবে কিরাম কইরে। পেত্তেক দিন যে হারে তাইগের হত্যা করা হচ্চে। তাতে উরা বড় হবে কিরাম কইরে। তামান দুইনের মানুস দিনি পাচ অক্ত নামাজ পড়ে। ফিলিস্তিনিগের পড়তি হয় ছয় অক্ত। কারন পেত্তেক দিন তাইগের জানাজার নামাজ পড়াই লাগে। নিরীহ মানুসগুলোর দিনির পর দিন হত্যা কইরে যাচ্চে ইসরাইল বাহিনী। নারী শিশু, হাসপাতালও রক্কে পাচ্চেনা। জাতিসংঘ, জেনেভা আইন সব থোড়মপোষ হইয়ে গেচে। বিশ্ব বিবেক আর মুসলিম দেশগুলোর কারো সেই ভাবে উইচাই দেকতিচিনে। আমাগের দেশেও যারা ইসলামি দল বিলে পরিচিত তারাও মুকি কুলুপ আইটে আচে। এক ইমাম পরিষদ ছাড়া কোনটোয় কারো কোন টু শব্দ নেই। অথচ ধম্ম নিয়ে আমাগের দেশে কত রাজনীতি!
আমার দুক্কু কত্তি দেইকে এক মুরুব্বী আমারে ডাইকে কলেন, শোন মিস্টি পান খাইছিস কোনদিন? আমি কলাম খাইছি। মুরুব্বী কলে সেই পানের মদ্দি মিস্টি কয়ডা ছিল? আমি কলাম পানের মদ্দি মিস্টি দেবে ক্যান? মুরুব্বী কলে মিস্টি পানে সিরাম মিস্টি দিয়া লাগে না নামেই কাইটে যায়,সিরাম ধম্ম নিয়ে রাজনীতির মদ্দি ধম্মও লাগে না। পাশেত্তে এক ফক্কড় ছ্যামড়া উইটে আসে কলে, চাচা শুদু মিস্টি পানের কতা কচ্চাও ক্যান আর কিচু পাইলে না। আমি তারে কলাম তুই আবার কি পালি, সে নিকচোয় কলে, ধনের পাতার কতা ভাবো, ওতেও কি থাকে ! আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

 

 

 

 

 

আরও খবর

🔝