gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
এআই বণ্টন করবে ১০ হাজার চারশো কোটি ডলারের তহবিল
প্রকাশ : শুক্রবার, ১০ নভেম্বর , ২০২৩, ০৭:৫৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-11-10_654e3b47ca797.jpg

১০ হাজার চারশো কোটি ডলারের এক তহবিল উপযুক্ত খাতে বিনিয়োগ বণ্টন করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইউরোপের দেশ নরওয়ে।

নিউইয়র্কে অনুষ্ঠিত নেক্সট সম্মেলনে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন তহবিলটির সিইও নিকোলাই টানজেন। নরওয়ের তেল ও গ্যাস খাতে উৎপাদিত আয়ে গঠিত তহবিলটিতে অন্য কোনো বিভাগের নিয়ন্ত্রণ নেই এবং এই অর্থ অন্যান্য দেশে ইকুইটি, বন্ড, সম্পদ এবং নবায়নযোগ্য প্রকল্পে বিনিয়োগ হয়।

পৃথিবীর এই সর্ব বৃহৎ স্বাধীন তহবিলটির বিশ্বব্যাপী নয় হাজার দুইশো কোম্পানিতে বিনিয়োগ এবং দেড় শতাংশ তালিকাভুক্ত শেয়ারের মালিকানা রয়েছে। “অর্থ বরাদ্দের ক্ষেত্রে আমরা এখন এআই প্রযুক্তি ব্যবহার করছি,” বলেন টানজেন।

তিনি আরও বলেন এআই ব্যবহার করে আগামী ১২ মাসে তহবিলটির উৎপাদনশীলতা ১০ শতাংশ বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, এবং সম্প্রতি এ বিষয়ে তার ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে আলোচনা হয়েছে।

“আমি অল্টম্যান কে জিজ্ঞেস করেছি, ‘আমার মনে হয় আগামী ১২ মাসে আমাদের উৎপাদনশীলতা ১০ শতাংশ বাড়বে… তোমার কী মনে হয় ?” জবাবে অল্টম্যান বলেন “আমার মনে হয় ২০ শতাংশ।”

তহবিলটি তার সঙ্গে সংশ্লিষ্ট নয় হাজার দুইশো কোম্পানিকে এআই নির্ভরশীলতা বাড়াতে বলেছে, তবে তা করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। এ বিষয়ে অগাস্টে বেশ কিছু প্রত্যাশা প্রকাশ করে তহবিলটি।

তহবিলটি বলেছে তারা বিশেষভাবে স্বাস্থ্যসেবা, অর্থখাত, বৃহৎ প্রযুক্তি সেক্টরের দিকে মনযোগ দিচ্ছে, কারণ এসব সেক্টরে প্রযুক্তির ব্যবহার গ্রাহকদের জীবনে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী প্রভাব রাখবে।

তবে কেন একটি নির্দিষ্ট এআই প্রযুক্তিকে তৈরি করা হবে, সেইসঙ্গে কিভাবে সেগুলোকে প্রশিক্ষণ ও যাচাই করা হবে তা তহবিলের কাছে অবশ্যিকভাবে ব্যাখ্যা করতে হবে কোম্পানিগুলোকে। তবে সবকিছুর ওপর কার্যকরী মানব তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ থাকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝