gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিংহ সাবধান, ক্ষতির সম্ভাবনা বৃষের
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর , ২০২৩, ০১:৫৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-10-24_65377809e6113.jpg

মেষ রাশি : গ্রহেন্দ্রস্তদ্রাশি-নাথেহপি, গ্রহস্থিত রাশির অধিপতি জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে শারীরিক সমস্যা দেখা দেবে। একটু সচেতন রূপে চলুন।
তুলা রাশি : পঞ্চমপতি লগ্নের কেন্দ্রে ষষ্ঠপতিযুক্ত হওয়ায় বন্ধুর প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। বন্ধু-ভন্ড প্রেমিকের ছলনায় অর্থ ও স্বর্ণালংকার খোয়া যেতে পারে।
বৃষ রাশি : বাকপতির কারণে জাতকের পারিবারিক রূপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা দলিলে কোনো আর্থিক লেনদেনে করবেন না। বাস্তবতা মেনে চলুন।
বৃশ্চিক রাশি : মঙ্গল বা বুধগ্রহের লগ্নপতিতে দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ সম্ভাবনা রয়েছে। তাই পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মিথুন রাশি : মেষলগ্নে জাত-জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
কর্কট রাশি : সপ্তমপতির কারণে জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মানোর জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হবেই, তাই বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।
সিংহ রাশি : মেষলগ্নে জাত ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়। সাবধান হোন।
কন্যা রাশি : অষ্টম স্থানে নবমেশের অবস্থানের ফলে অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক অবশ্যই দৈহিক সম্পর্ক গড়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি : রাহুনা কুক্ষৌ কেতুনা চঃ পিত্রাদিভাবের অধিপতিগ্রহ ষষ্ঠপতিযুক্ত হওয়ায় জাতক জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ভালো ডাক্তারের পরামর্শ নিন।
মকর রাশি : কণ্ঠে ভৌমেন, পদে শনিনা, ফলে শ্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহব্যাপী দেবীর চরণামৃত সেবনে ক্ষতের উপশম হবে।
কুম্ভ রাশি : আসন্ন বিবাহ-সংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী বিবাহের আগেই অন্তঃসত্ত্বা কি না ডাক্তারি পরীক্ষা করাবেন।
মীন রাশি : টাকা লেনদেনের আগেই বিবেচনা করবেন যে টাকাটি সঠিক কাজে লগ্নি হচ্ছে কি না। দৈহিক আকর্ষণে নিকট আত্মীয়র কাছে প্রতারিত হতে পারেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝