gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভরণ পোষণ দাবিতে ৩ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক মা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ১০:০৫:২৫ পিএম
কাগজ সংবাদ::
default.png
ভরণ-পোষণ না দেয়ায় তিন ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক মা। মঙ্গলবার মণিরামপুরের লাউড়ি গ্রামের মৃত মাওলানা মাহমুদ হুসাইনের স্ত্রী আমেনা বেগম এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন তিন ছেলে মুস্তাফিজুর রহমান, মুখলিছুল রহমান ও ওহিদুর রহমান। 
মামলার অভিযোগে জানা গেছে, ৬ বছর আগে আমেনা বেগমের স্বামী মাওলানা মাহমুদ হুসাইন মারা যান। মেয়েদের বিয়ে হয়ে গেছে। তিন ছেলে বাড়িতে বসবাস করলেও তারা তার মায়ের কোন খোঁজ খবর নেন না। দেন না ওষুধ, পরিধেয় বস্ত্র ও খাবার। এ ব্যাপারে ছেলেদের সাথে কথা বললে তারা গালমন্দ করেন। নিরুপায় হয়ে স্বামীর সম্পত্তির ভাগ চাইলে তারা দিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে তিনি তার বোন ও মেয়ের বাড়ি থেকে কোন রকম দিন কাটাচ্ছেন। গত ২১ মে বিকেলে তিন ছেলে কাছে তিনি ভরণ পোষণের দাবি করে তারা গালমন্ড করেন এবং ভরণ পোষণ দিতে অস্বীকার করেন। অবশেষে তিনি নিরুপায় হয়ে আদালতে এ মামলা করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝