gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সীমান্তে বিজিবির আরোও বেশি সতর্ক থাকার আহবান দেবহাটা ইউএনওর
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ০৭:৩৫:২৬ পিএম
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি::
default.png
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা, মাসিক সমন্বয় সভা ও ভোক্তা অধিকার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, বালু উত্তোলন, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আলোচনা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সীমান্তে বিজিবির আরোও বেশি সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, যাতে ভারত থেকে বাংলাদেশে মাদক চোরাচালান না করতে পারে, রাতে ইছামতী নদী থেকে মাছ ধরা বন্ধ করতে হবে, এলাকায় রোহিঙ্গা মেয়েদের বিয়ে করে নিয়ে এসে জন্মনিবন্ধন বা আইডি কার্ড তৈরির অভিযোগ আসছে এবিষয়ে তিনি ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ, বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা ও দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝