gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঘাতক চালক মিথুন র‌্যাবের হাতে গ্রেফতার

❒ কালীগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ০৫:৩০:৪০ পিএম
জাহাঙ্গীর হোসেন, বারোবাজার (কালীগঞ্জ)::
default.png
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম তাফিফ (১৫) মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক্টর চালক মিথুন (৩০) কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-এর একটি দল। 
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২৫ মার্চ সকাল ১০ টার দিকে নবম শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম তারিফ বাড়ি হতে তার শিক্ষকের সাথে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়ার জন্য বারবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় পৌঁছালে মাটি টানা ট্রাক্টর বেপরোয়া গতিতে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তরিফের মাথা ট্রাক্টরের টলির চাকায় পিষ্ট হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিফতে মৃত ঘোষণা করেন। তার শিক্ষককের অবস্থা গুরুতর হওয়ায় যশোর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। নিহত স্কুল ছাত্র কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও মাঝদিয়া সুবর্ণাসারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় তারিফের মামা কালীগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক্টর চালক মিথুন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরসহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ায়। এরপর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল আত্মগোপনে থাকা মিথুনকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় ২৩ মে ঝিনাইদহ ক্যাম্পের দলটি যশোর জেলার চৌগাছা উপজেলা আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে মিথুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝