gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সুন্দরবনে ৮ জেলে আটক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ০৫:২১:৩০ পিএম
স্টাফ রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)::
default.png
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলেকে আটক করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা। ২৩ মে সকাল ৯টার দিকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া নদী থেকে জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন বনকর্মীরা।
আটক জেলেরা হলেন কয়রা উপজেলার গোবরা গ্রামের রশিদ, সফিকুল, মান্নান, আলামিন, নূরুজ্জামান, রোকনুজ্জামান, যাতাখালী গ্রামের জাহিদুল ইসলাম ও ফজর আলী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম, ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ২০ মে থেকে বঙ্গোপসাগরে ও সুন্দরবনে সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে এই নিষেধাজ্ঞা চলবে ২৩ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এবং সুন্দরবনে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে বঙ্গোপসাগর ও সুন্দরবনে কোন প্রকার মাছ বা জলজ প্রাণি আহরণ করতে পারবেন না কেউ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝