gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মহেশপুরে জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ০৪:৫৪:১৩ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) অফিস::
default.png
ঝিনাইদহের মহেশপুরে দাগি জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক নাজু মিয়া ও তার শরীকগণ। ২৩ মে সকালে মহেশপুর প্রেসক্লাবে এ সম্মেলন করেন তারা। রাস্তা নির্মাণের সময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দিয়েছে। এব্যাপারে বিচার চেয়ে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন জমির মালিক নাজু মিয়া।   
নাজু মিয়া জানান, যোগীহুদা দক্ষিণপাড়া মাঠে তাদের ৮ বিঘা জমি রয়েছে। গত রবিরার যোগীহুদা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হাসান আলী, জমশেদ আলীর ছেলে হেলাল উদ্দীন, আঃ রহিমের ছেলে মিলন মিয়াসহ অজ্ঞাত আরো ১৫-২০ মিলে তাদের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে। এসময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দেয়। তিনি আরো জানান, ওই জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নেই। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করছেন। 
এব্যাপারে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, এ মর্মে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝