gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমজাদ রাজাকারের মামলার সাক্ষীরা নিরাপত্তাহীনতায়

❒ ডিসির কাছে আবেদন

প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে , ২০২৩, ১২:১৬:০৫ পিএম
কাগজ সংবাদ::
GK_1684822645.jpg
কুখ্যাত রাজাকার আমজাদ হোসেনের মামলার সাক্ষী ও স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জেলা প্রশাসক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষা কমিটির কাছে লিখিত আবেদন করেছেন। 
আবেদনে উল্লেখ করা হয়েছে, বাঘারপাড়ার দক্ষিণ চাঁদপুর গ্রামের তরিকুল আনোয়ার টুকুল, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার গাড়ি বহরে হামলাকারী মহাসিন বিশ্বাস, মৃত ছরের বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, মৃত সৈয়দ বিশ্বাসের ছেলে জাহিদুল বিশ্বাস, মৃত সোবহান মোল্লার ছেলে মাসুম বিল্লাহ, মৃত কেরামত মোল্লার ছেলে মানিক হোসেন, মৃত রূপাই খাঁর ছেলে আশিক হোসেন, আরশাদ মোল্লার ছেলে মাজেদ হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম মোস্তফা, মৃত ছবেদ আলীর ছেলে এরশাদ হোসেন, মৃত ছামাদ বিশ্বাসের ছেলে লিটন হোসেন, মৃত জব্বার মোল্লার ছেলে রবিউল ইসলামসহ আমজাদ রাজাকারের মামলার সাক্ষী ও স্বজনদের নানা ধরনের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। 
একই সাথে মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, খলিলুর রহমান খোকন বিশ্বাস, ডাক্তার বিএম রুহুল আমিন, ইসাহাক মোল্লা, আব্দুল হক মোল্লা, এহিয়ার রহমান, রাকিব উদ্দিন ও রতন বিশ্বাসকে বিভিন্ন সময় নির্যাতন করছে বলেও অভিযোগ করা হয়েছে। এর আগেও তাদের ওপর আমজাদ বাহিনীর লোকজন হামলা ও নির্যাতন করেছে। এ কারণে তারা জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষা কমিটির কাছে লিখিত আবেদন করেছেন। 
আবেদনে উল্লেখ করা হয়েছে, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের কুখ্যাত রাজাকার আমজাদ হোসেন মোল্লাসহ কয়েকজন রাজাকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষা কমিটি সর্বাত্মক সহায়তা করে। আমজাদ মোল্লার সন্ত্রাসী বাহিনী সাক্ষীসহ তাদের স্বজনদের ওপর একাধিকবার হামলা করে। কয়েকজনকে কুপিয়ে জখম করে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝