gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাকে হত্যার হুমকির অভিযোগে মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৯:৫৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-25_662a7f11c86d4.jpg

যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে বাড়িতে ঢুকে হত্যার হুমকি ও মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ওই কলেজের সাবেক সভাপতিসহ দুইজনকে।
তারা হলেন কলেজের সাবেক সভাপতি ঘোপ জেল রোড এলাকার কামাল হোসেন হিরা এবং ঘোপ বেলতলা পলিটেকনিক রোডের নুর ইসলাম আলো (৩৫)।
এজাহারে গোলাম মোস্তফা উল্লেখ করেছেন, আসামি হিরা দুর্নীতি করলে তিনি তার প্রতিবাদ করেন। এই কারণে তার সাথে শত্রুতা তৈরি হয়। এছাড়া হিরা তার জমি দখল করে রেখেছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ওই বাড়িতে যান এবং তাকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার স্ত্রী সাবিহাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে পেয়ে পকেট থেকে হিরা পিস্তল বের করে তাকে হত্যার হুমকি দেন। মারপিট করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিয়ে তারা চলে যান।

 

আরও খবর

🔝