gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ আইপিএল

প্লে অফের দৌড়
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৭:০৭:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-04_663634c499b71.JPG

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে চলতি আইপিএলের আসর। ১০টি দলের অংশগ্রহন করছে। প্রতিটি দল খেলবে ১৪ টি করে ম্যাচ, সব মিলিয়ে ম্যাচ হবে ৭০টি। এরই মধ্যে ১০টি করে ম্যাচ সম্পন্ন করেছে আটটি দল, ১১টি করে ম্যাচ খেলেছে দু’টি দল। সেই হিসেবে লিগ পর্ব শেষের দিকে। চারটি দল নিশ্চিত করবে প্লে অফ। কোন চারটি দলের প্লে অফ নিশ্চিত হবে তা সময় বলে দেবে।
চলতি আইপিএলে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান। ১০ ম্যাচের আটটিতে জিতে ১৬ পয়েন্ট তাদের। নেট রানরেট ০.৬২২। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচের সাতটি জিতে ১৪ পয়েন্ট তাদের। দলের নেট রানরেট ১.০৯৮। তাই কোনো অঘটন না ঘটলে প্লে অফ খেলতে যাচ্ছে রাজস্থান ও কলকাতা। যেহেতু দু’দলের হেড টু হেড ম্যাচ আছে সামনে, তাই তারা লড়াই করবে শীর্ষস্থানের জন্য।
তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দু’দলেরই পয়েন্ট সমান। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রানরেটে কিছুটা এগিয়ে লখনৌ।সানরাইজার্সের ০.০৭২ সেখানে লখনৌর ০.০৯৪। ফলে এই চার দলের সব থেকে ভাল সুযোগ প্লে অফে ওঠার। তবে নীচের দিকে থাকা দলগুলিও লড়াইয়ে রয়েছে। কারণ এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি।
লখনৌ ও সানরাইজার্সের মাথা ব্যাথার কারণ হতে পারে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে মুস্তাফিজের চেন্নাই। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট ১০। তবে তারা ১১টি ম্যাচ খেলেছে।
সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দু’দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। ১০টি করে ম্যাচ খেলেছে দু’টি দলই। এই দু’দলই প্রথম চারে উঠার চেষ্টা করবে, তবে কঠিন লড়াই এই দু’দলের সামনে।
পয়েন্ট টেবিলে নাজুক অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে ছয় পয়েন্ট পেয়ে নবম অবস্থানে হার্দিক পান্ডিয়ারা। শেষ তিনটি ম্যাচ জিতলেও হার্দিকদের প্লেঅফে যাওয়া অসম্ভব। একই অবস্থা কোহলিদেরও, ১০ ম্যাচ খেলে মাত্র তিনটি জয়ে পয়েন্টের তলানিতে তারা।

আরও খবর

🔝