gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
আগুনে জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩টি ইউনিট
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৭:২৮:০০ পিএম , আপডেট : শনিবার, ১৮ মে , ২০২৪, ০৪:১৬:৩০ পিএম
বাগেরহাট প্রতিনিধি:
GK_2024-05-04_663639d37d89b.webp

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে। সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার লতিফের ছিলায় এ আগুন লাগে। শনিবার বিকেল ৩টার দিকে সুন্দরবনে আগুন লেগেছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা বলেছেন, এদিন দুপুরের পর থেকে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে বনে গিয়ে কাজ করছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, বাগেরহাট ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সহযোগিতা করছে বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আনিসুর রহমান বলেন, বনের ভেতর মধু সংগ্রহে মৌওয়ালের আগুনে এর সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে কাজ শুরু করেছে। এছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজের তদারকি করছেন।

আরও খবর

🔝