gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মুন্সীগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
প্রকাশ : শনিবার, ১৩ এপ্রিল , ২০২৪, ০১:০৮:০০ পিএম
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
GK_2024-04-13_661a2321e5f43.jpg

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ (২০) নামের এস যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে চলে এই সংর্ঘষ। এ ঘটনায় একজন নিহতসহ ১০ জন আহতের পাশাপাশি শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে চলে এই সংর্ঘষ। এ সময়ের মধ্যে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম রণক্ষেত্র পরিণত হয়।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাব্বি (১৯) ও পারভেজকে (২০) গুরুতর অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজের মৃত্যু হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে দাবি করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গ্রাম দুটিতে পুলিশি অভিযান চলছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর

🔝