gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তদন্তে গিয়ে ককটেল হামলার শিকার হলেন পুলিশের এএসআইসহ ২ জন
প্রকাশ : শুক্রবার, ১২ এপ্রিল , ২০২৪, ১০:১৪:০০ এ এম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
বগুড়া সংবাদদাতা:
GK_2024-04-12_6618b519b43b4.jpg

বগুড়া শহরের ঘোনপাড়ায় এক নারীকে মারধর করা হচ্ছে ৯৯৯-এ ফোনে এমন খবর পেয়ে তদন্তে গিয়ে ককটেল হামলার শিকার হলেন পুলিশের এএসআইসহ ২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহতরা হলেন উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুর রশিদ এবং কনস্টেবল মাহবুব হোসেন।
আহত পুলিশের কনস্টেবল মাহবুব হোসেন জানান, তারা ৯৯৯-এ ফোন পেয়ে জানতে পারেন শহরের হাকির মোড় ঘোনপাড়ায় এক নারীকে মারধর করা হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে কনস্টেবল মাহবুব ও এএসআই আব্দুর রশিদ পৌঁছান। সেখানে যাওয়ার পর তাদের দেখে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তিকে থামতে বললে, সে তাদের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল নিক্ষেপে পুলিশের এএসআইসহ ২ জন আহত হয়েছেন।
এ বিষয়ে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, ককটেল নিক্ষেপে উপশহর ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কনস্টেবল মাহবুবের পা ও হাত এবং এএসআই আব্দুর রশিদের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে।

আরও খবর

🔝