gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তিন ফসলি জমি রক্ষার দাবিতে কেশবপুরের মোখলেসুর রহমানের সংবাদ সম্মেলন
প্রকাশ : রবিবার, ২৮ আগস্ট , ২০২২, ০৯:০২:৪৫ পিএম
কাগজ সংবাদ:
1661699061.jpg
কেশবপুরের বেগমপুর গ্রামে মেসার্স রিপন ব্রিকস নামের ইটভাটা বন্ধের দাবিতে রোববার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন মোখলেসুর রহমান নামে একব্যক্তি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিপন ব্রিকস নামের ইটভাটাটির দশ বছরের মেয়াদকাল চলতি বছর ১৫ মার্চ শেষ হয়েছে। তারপরও মালিকরা এখনো সেখান থেকে ইট, মাটি, চিমনি, ইট কাটা মেশিনসহ জিনিসপত্র সরিয়ে নেননি। ইটভাটাটির ২৫-৩০ মিটারের ভিতরে সরকারি রাস্তা, মসজিদ ও বাজার রয়েছে। ১০০-১৫০ মিটারের মধ্যে আছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আছে জনবসতিও। ইট, মাটি ও কয়লা বহনকারী গাড়ি চলাচলে গ্রামবাসী বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকারও হয়েছে। রাস্তায় মাটি পড়লে তা পরিষ্কার না করার ফলে বৃষ্টি হলে পাকা রাস্তায় কাদার কারণে চলাচলে সমস্যা সৃষ্টি হয়। গ্রামবাসীর কেউ কেউ শ্বাসপ্রশ্বাস জনিত রোগেও ভুগছেন। ইটভাটাটি গ্রামবাসী, পরিবেশ, গাছপালা, ফসল ও পশুপাখির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোখলেসুর রহমান আরও বলেন, বর্তমানে লিজ দেয়া জমিতে চাষ করতে গেলে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। চাষ করতে না পেরে জমির মালিকরা অসহায় বোধ করছেন। ইটভাটাটি অপসারণের মাধ্যমে তিন ফসলি জমি রক্ষার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।            

আরও খবর

🔝