gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বলিউড থেকে ফোন এসেছে, দাবি চিত্রনায়িকা বর্ষার
প্রকাশ : বুধবার, ২০ জুলাই , ২০২২, ০৪:৫০:০৭ পিএম
বিনোদন ডেস্ক:
1658314226.jpg
অনন্ত জলিল মানেই যেন আলোচনা-সমালোচনা। এবার ঈদে মুক্তি পেয়েছে তার বিগ বাজেট সিনেমা ‘দিন : দ্য ডে’। ছবিটি নিয়ে তুমুল প্রচারণা করছেন অনন্ত জলিল এবং বর্ষা। দর্শকও হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলে। এরমধ্যে প্রচারণায় অংশ নিয়ে তাদের দুজনের বলা নানা কথা নিয়ে চলছে আলোচনা, সঙ্গে সমালোচনাও।এরইমধ্যে চিত্রনায়িকা বর্ষা দাবি করেছেন, বলিউড থেকে ফোন করে তাকে প্রশংসায় ভাসিয়েছেন শীর্ষ পাপারাজ্জিরা। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের এক অনুষ্ঠানে এই চিত্রনায়িকা বলেছেন, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাকে প্রশংসা করা হয়েছে।বর্ষার ভাষ্য, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। দেখেন কী হয়, ...কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে... যেমন বিদেশের নিউজ আপনারা করতেছেন... সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করছে...। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ। আর কী পাওয়া...।”সম্প্রতি বলিউডের ভিডিও প্রকাশ করে এমন পাপারাজ্জিদের একাধিক জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারণা করা হয়েছে।‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

আরও খবর

🔝