gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা থেকে রেল চলাচল শুরু
প্রকাশ : বুধবার, ২০ জুলাই , ২০২২, ০৩:৪১:৪৭ পিএম
ঢাকা অফিস:
1658310129.jpg
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার টিকেট না পেয়ে রাজধানীর বিমানবন্দর স্টেশনে রেললাইনে চলমান অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে রেলপথ স্বাভাবিক হয়। এরপর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে যায় এবং অন্য রুটের ট্রেন চলাচলও শুরু হয়। এর আগে সকাল ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা। এতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশে অন্য সব পথে রেলযোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।শিক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র চার মিনিটের মাথায় জানানো হয় সব টিকিট শেষ হয়ে গেছে। অবরোধের পর শহিদুল্লাহ হাবিব খান নামে এক শিক্ষার্থী সোশ্যালে লেখেন, ‘কাল রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল টিকিটের জন্য। বিশাল লাইন এ ৩০০ এর উপরে লোক ছিল। ১ম জন টিকিট পাওয়ার পর আর কোন টিকিট ই রেলকর্তৃপক্ষ দিতে পারে নাই। সবশেষঃ এখনো আন্দোলন চলছে.. ’ঢাকা রেলওলে থানার ওসি বলেন, রেলের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা যেন সুষ্ঠুভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যেতে পারেন, কর্মকর্তারা সেই আশ্বাস দিয়েছেন। ভর্তি পরীক্ষার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ট্রেন চালানোর কথা বলেছেন। কর্মকর্তাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও যাত্রীরা টিকেট কালোবাজারির অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো।

আরও খবর

🔝