gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনায় সাত মৃত্যু, শনাক্ত হাজারের বেশি
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৭:০৮:২৯ পিএম
ঢাকা অফিস:
1658149738.jpg
করোনা সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় আজ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ১১ দশমিক ১২।গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯শ’ জন। আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি লোক সুস্থ হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে কারো ৭ জনের মৃত্যু হলেও আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৪।সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ৯৯৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার ৮৭৭ জনের। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৯০ লাখ ১৮ হাজার ৩৫৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ২৭৪ জন।

আরও খবর

🔝